নাটোরে জামায়াত-শিবিরের ৩৪ নেতাকর্মী আটক
নাটোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৩৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন গুরুদাসপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবদুল খালেক মোল্লা ও লালপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আমিরুল ইসলাম।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, ভোরে উপজেলার চাঁচকৈড় পুরানপাড়ার বাসা থেকে আটক করা হয় আবদুল খালেক মোল্লাকে। এ ছাড়া লালপুরসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চলিয়ে শিবিরনেতা আমিরুল ইসলামসহ জামায়াত-শিবিরের অন্য নেতাকর্মীদের আটক করা হয়।