নতুন করে সিটি নির্বাচন দাবি পেশাজীবী পরিষদের
দেশের তিন সিটি করপোরেশন নির্বাচন বাতিল করে নতুনভাবে নির্বাচনের দাবি জানিয়েছে সম্মিলিত পেশাজীবী পরিষদ। সে সঙ্গে নির্বাচন কমিশনারদের পদত্যাগও দাবি করেছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানান পরিষদের নেতারা। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমীন গাজী বলেন, ‘প্রকাশ্যে ভোট চুরি ও ডাকাতির ঘটনায় গোটা জাতি স্তম্ভিত এবং উৎকণ্ঠিত। মহাকলঙ্কিত এই প্রহসনের নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন অনুষ্ঠান ও সিইসি কাজী রকিবউদ্দীন আহমদসহ পুরা নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। আমরা জনগণকে সকল প্রকার অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গণতন্ত্র এবং ভোটের অধিকার পুনরুদ্ধারের দুর্বার সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।’
দেশে এ রকম জঘন্য নির্বাচন আর কখনই হয়নি দাবি করে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতেই ২০ দল নির্বাচনে অংশ নিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ কখনই গণতন্ত্রের পক্ষে ছিল না।’
তিন সিটি নির্বাচনে সাংবাদিক এবং আনসার পরিচয় দিয়ে দলীয় নেতাকর্মী ও সন্ত্রাসীদের দিয়ে জোর করে ভোটকেন্দ্র দখল করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
গত মঙ্গলবার ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন। এদিন ভোট চুরিসহ বিভিন্ন অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।