অন্ধকার বেশি দিন থাকবে না : সাইফুজ্জামান শিখর
চলমান সহিংসতা আর বেশি দিন থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ মো. সাইফুজ্জামান শিখর। তিনি বলেছেন, ‘এই অমাবস্যার অন্ধকার বেশি দিন থাকবে না। এ দেশের মানুষ কখনোই কোনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। ভবিষ্যতেও করবে না।’
আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরার শ্রীপুর ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর এসব কথা বলেন।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের উদ্দেশে সাইফুজ্জামান বলেন, ‘বাংলাদেশের মানুষ তাদের এই অস্বাভাবিক পরিবেশ সৃষ্টির বিরুদ্ধে আজকে রাস্তায় নেমে এসেছে, আপনারা জানেন। তার পরও বিনা কারণে বিএনপি নিজেরা যে ভুল করেছে সে ভুলের মাশুল নিজেরা না দিয়ে বাংলাদেশের জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। চলন্ত গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে।’
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি খান তানজেল হোসেন ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শরীফুল ইসলাম।
অতিথিরা জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন। পরে তাঁরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। কলেজের ছাত্রছাত্রী, অভিভাবকসহ বিপুল মানুষ ক্রীড়া অনুষ্ঠান উপভোগ করে।