মেহেরপুরে দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
আজ সোমবার গাংনীর তেরাইল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩৫)। তিনি মেহেরপুর সদর উপজেলার গভীপুর এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে দুজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রফিকুলসহ তিন গরু ব্যবসায়ী মেহেরপুর থেকে নসিমনযোগে গরু নিয়ে বামন্দি হাটে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে নসিমনটি তেরাইল ডিগ্রি কলেজের কাছে গেলে মেহেরপুর থেকে কুষ্টিয়া অভিমুখে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি পেছন থেকে থাক্কা দেয়। এতে গরুসহ নসিমনটি উল্টে গেলে ঘটনাস্থলে নিহত হন রফিকুল ইসলাম। আহত হন চালকসহ ৪ জন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আহতদের মধ্যে হরিরামপুরের কাবিদুল ও গভীপুরের ইয়াসিনের অবস্থা গুরুতর হওয়ায় গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত রফিকুলের পরিবারের কাছ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আনোয়ার।