মাগুরায় পিকআপচাপায় দুই সাইকেল আরোহী নিহত

মাগুরায় পিকআপভ্যানের ধাক্কায় দুই সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে সদর উপজেলার মাগুরা-ফরিদপুর মহাসড়কের পারনান্দুয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আবদুল কুদ্দুস (৬০) ও ইব্রাহীম (৩৫)। ইব্রাহীম মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি যশোর বাদিয়াটোলা গ্রামে। আবদুল কুদ্দুসের বাড়ি পারনান্দুয়ালী গ্রামে।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদুল ইসলাম জানান, সকালে মাগুরা-ফরিদপুর মহাসড়কের পারনান্দুয়ালী এলাকায় যশোরগামী দ্রুতগতির একটি পিকআপভ্যান দুই সাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাঁদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকাল সাড়ে ৮টায় ইব্রাহীম ও পৌনে ৯টায় আবদুল কুদ্দুস মারা যান।