রামপালে ভূমি দখলের উৎসব চলছে : আনু মুহাম্মদ
বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে ভূমি দখলের উৎসব চলছে বলে অভিযোগ করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
রোববার বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে ওয়াটারকিপার বাংলাদেশ, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও ওয়াটারকিপার অ্যালায়েন্স আয়োজিত ‘জ্বালানি, কয়লা, পানি ও জলবায়ুর ওপর প্রভাব’ শীর্ষক দুদিনের সম্মেলন শেষে আনু মুহাম্মদ এ অভিযোগ করেন।
পাশাপাশি সুন্দরবনের কাছাকাছি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করলে এই বিশ্বঐতিহ্য ধ্বংস হয়ে যাবে বলেও নানা তথ্য-উপাত্ত তুলে ধরা হয়। দুদিনের এ সম্মেলন থেকে এ প্রকল্পে বিদেশি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ না দেওয়ারও আহ্বান জানানো হয়। এ সময় কয়লা পরিবেশের জন্য মারাত্মক হুমকি উল্লেখ করে এর ব্যবহার কমানোরও তাগিদ দেওয়া হয়।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘বলা হচ্ছে, এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে কোনো ক্ষতি হবে না বা কয়লা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমরা জানি, এর পেছনে কাজ করছে বিভিন্ন স্বার্থান্বেষী করপোরেট সংস্থার ইন্টারেস্ট। এখানে ভারতীয় কোম্পানি জড়িত। এর সঙ্গে ওই এলাকার ভূমিগ্রাসী একটি চক্র জড়িত। এর বাইরে বাংলাদেশের ওরিয়ন কোম্পানিও একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে। এ দুটো মিলিয়েই আমরা কথা বলেছি।’
‘এটা খুবই লক্ষণীয় ব্যাপার, এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে সামনে রেখে ওই এলাকায় ভয়ংকরভাবে ভূমিগ্রাস করার তৎপরতা চলছে,’ যোগ করেন আনু মুহাম্মদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, উন্নয়নকর্মী খুশী কবির, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ডা. আবদুল মতিন প্রমুখ।