নড়াইলে ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার নড়াইলের কলোড়া ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শিপন মিয়া। ছবি : এনটিভি
নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার আগাদিয়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শিপন মিয়া (২৪) নামে ওই শিবির নেতাকে গ্রেপ্তার করা হয়।
নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস সাংবাদিকদের জানান, ভোরে সদর উপজেলার আগদিয়া গ্রামে শিপনের বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় তাঁকে গ্রেপ্তারের পাশাপাশি ওই বাড়ি থেকে বিভিন্ন ধরনের বই, ছাত্রশিবিরের মাসিক চাঁদা আদায়ের রসিদ, ছাত্রশিবির প্রকাশিত ছাত্র সংবাদ পত্রিকা, সদস্য ফরমসহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়।
শিপনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।