গাংনীতে হা-ডু-ডু খেলা প্রতিযোগিতা

মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের যুব সংঘ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার প্রতিযোগিতা। খেলায় জেলার বিভিন্ন গ্রামের ১৬টি দল অংশ নেয়।
হা-ডু-ডু খেলা দেখতে গতকাল সোমবার দুপুর থেকেই ভিড় করেন এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ। বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হয় খেলা। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন যুবলীগ নেতা ও গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম। এ সময় খেলা পরিচালনা কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর রবিউল ইসলাম, সাবেক কমিশনার মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
খেলার আয়োজকরা জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ খেলাটি হারিয়ে গেছে। তাই এই খেলা ধরে রাখতেই আজকের এই আয়োজন। প্রতিবছরই ক্লাবের পক্ষ থেকে গ্রামবাংলার বিভিন্ন প্রকার ঐতিহ্যবাহী খেলাধুলা প্রতিযোগিতা আয়োজন করার আশা প্রকাশ করেন তাঁরা।