মেহেরপুরে পূজা উদযাপন পরিষদের সঙ্গে এসপির মতবিনিময়

মেহেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) আনিছুর রহমান।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী, মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন, গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক অভিজিৎ বোস।
সভায় জেলা আনছার কমান্ড্যান্ট মদন চাকমা, ফায়ার সার্ভিস ইউনিটের হাবিলদার আলমগীর হোসেন, পূজা উদযাপন পরিষদের সদস্যসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, ‘দুর্গাপূজাকে ঘিরে জেলা পুলিশ তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি র্যাবের সহায়তা নেওয়া হবে। বিদেশিদের পৃথক নিরাপত্তা দেওয়া হবে এবং আতশবাজি না পোড়াতে পারে সে কারণে নজরদারি রাখা হবে।’