সৈকতে নারীর লাশ, সঙ্গে মৃত নবজাতক
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের চরগঙ্গামতির ঢোস এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান সোমবার সন্ধ্যায় বলেন, ‘শেষ বিকেলের দিকে লাশটি উদ্ধার করা হয়। তিন-চার দিন আগের লাশটি ফুলে উঠেছে। লাশটির গায়ের চামড়া উঠে গেছে। লাশটি ফুলে ওঠায় গর্ভে থাকার চার-পাঁচ মাসের সন্তানটি ফেটে বের হয়ে পাশে পড়েছিল।’
‘আনুমানিক ২৭-২৮ বছরের ওই নারী ও নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে, এটি হত্যা না আত্মহত্যা’, যোগ করেন ওসি।
পুলিশের ধারণা, ওই নারীকে হত্যার পর লাশ সমুদ্রে ফেলে দেওয়া হতে পারে। জোয়ারের পানিতে ভেসে এসে চরে আটকে যায়।
অর্ধনগ্ন লাশটির পরনে লাল চেকের জামা বিভিন্ন জায়গায় ছেঁড়া রয়েছে। পাজামা এক পায়ের গোড়ালির সঙ্গে আটকে ছিল।