মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার উত্তর ভরাট গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মোহন আলী (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মোহন আলী একই গ্রামের নিয়াত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে কৃষক মোহন আলী উত্তর ভরাট গ্রামের একটি সারের দোকান থেকে সার কেনেন। এরপর সারের বস্তা মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির কাছে এলে বিদ্যুৎ লাইনের একটি তারের সঙ্গে হাতে থাকা লোহার তৈরি হাসুয়া স্পর্শ করে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।