১০টি ককটেল উদ্ধার, কলেজছাত্র আটক
নাটোরের গুরুদাসপুর থেকে ১০টি ককটেল ও ককটেল তৈরির সামগ্রীসহ শরিফুল ইসলাম শরিফ নামের এক শিক্ষার্থীকে আটক করেছে বলে জানিয়েছে র্যাব। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
আটক শরিফ স্থানীয় রশিদপুর কারিগরি কলেজের শিক্ষার্থী।
র্যাব নাটোর ক্যাম্পের কমান্ডার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৫-এর একটি দল আজ ভোররাতে গুরুদাসপুর উপজেলার চকআলা দথলা গ্রামের শাহজাহান মোল্লার বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির একটি ঘরের সিলিংয়ের ওপর থেকে ১০টি ককটেল ও ককটেল তৈরির সামগ্রী উদ্ধার করা হয়। ককটেল তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহজাহান মোল্লার ছেলে শরিফুল ইসলাম শরিফকে আটক করে র্যাব।