সিরাজগঞ্জে সংঘর্ষে একজন নিহত, আহত ১০
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/07/photo-1430993956.jpg)
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় পৃথক সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন।
আজ বৃহস্পতিবার এসব ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করেছে পুলিশ। তাদের পরিচয় জানা যায়নি।
রায়গঞ্জ
৫২ শতক জমি নিয়ে উপজেলার খৈচালা গ্রামের আব্দুর রশিদ ও আমজাদ হোসেনের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। ভোরে আব্দুর রশিদ তাঁর লোকজন নিয়ে বিবদমান জমিতে গেলে আমজাদ হোসেনের সর্মথকরা তাঁর ওপর হামলা করে।
রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান জানান, সংঘর্ষে আব্দুর রশিদসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুর রশিদকে রায়গঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটজনকে আটক করে। তিনি আরো বলেন, সংঘর্ষে আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লাপাড়ায় লাশ উদ্ধার
সকাল ৯টার দিকে উপজেলা সদরের ভৈরব সেতুর নিচে ভ্যানচালক আসাদুজ্জামান মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, গতকাল বুধবার সন্ধ্যার দিকে আসাদুজ্জামান চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে ভৈরব সেতুর নিচে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আবদুল জলিল আরো বলেন, নিহত ব্যক্তির গলায় দাগ দেখে মনে হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে হয়েছে।