গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১

মেহেরপুরের গাংনী উপজেলায় বজ্রপাতে আবদুল মজিদ (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আশাদুল নামের অপর এক কৃষক গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে গাংনী উপজেলার নিত্যনন্দনপুর মাঠে মহিষ চরানোর সময় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত আবদুল মজিদ ধানখোলা মাঠপাড়া গ্রামের মৃত রবগুলের ছেলে।
ধানখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য বশির আহম্মেদ জানান, নিত্যনন্দপুর মাঠে মজিদ কয়েকটি মহিষ চরাতে গেলে আকস্মিক বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এ সময় মাঠে মজিদের সঙ্গে থাকা কৃষক আশাদুল বজ্রপাতের কবলে পড়েন। বজ্রপাতে ঘটনাস্থলেই মজিদ নিহত হন। গুরুতর আহত হন আশাদুল।
লাশ উদ্ধার করে নিহতের বাড়িতে আনা হয়েছে। আহত আশাদুলকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।