চুরি করতে গিয়ে ইউপি সদস্য আটক!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/04/photo-1475599021.jpg)
নীলফামারী ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নে ‘চুরি করতে গিয়ে’ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য আটক হয়েছেন।
গতকাল সোমবার রাত আড়াইটার দিকে ইউনিয়নের নয়ানী বাগডোকরা এলাকার চেয়ারম্যানপাড়ায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম আবদুস সালাম। তিনি পাশের জোড়াবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার রাতে আবদুস সালাম তাঁর লোকজন নিয়ে ওই গ্রামের মেঘনাথ রায়ের বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী ধাওয়া করে সালামকে আটক করে এবং মারধর করে। এ সময় তাঁর অপর সহযোগীরা পালিয়ে যায়।
ঘটনার পর আবদুস সালামকে বোড়াগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদের কাছে হস্তান্তর করে এলাকাবাসী।
এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজিউর রহমান বলেন, সালামকে আটক করে থানায় নেওয়া হয়েছে।