মুজিবনগরে প্রভাষকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

মেহেরপুরের মুজিবনগর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোরাদ হোসেনের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
আজ বুধবার মুজিবনগর সরকারি কলেজের সামনে মেহেরপুর-মুজিবনগর মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা।
অপরদিকে, একই দাবিতে মেহেরপুর প্রেসক্লাবের সামনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মেহেরপুর জেলা শাখা মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী কলেজ ছাত্রলীগের সভাপতি শাহ ওয়ালিউল্লাহর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীসহ সাধারণ ছাত্ররা মুজিবনগর সরকারি কলেজের সামনে বিক্ষোভে অংশ নেন। এ সময় সেখানে তারা টায়ারে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে অবরোধ করে রাখে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী আইনজীবীসহ অভিযুক্তদের গ্রেপ্তার করার আলটিমেটাম দেওয়া হয়, নইলে তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।
এদিকে, আজ বেলা ১১টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন মানববন্ধনের নেতৃত্ব দেন।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুজিবনগর সরকারি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার রায়, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম সোলাইমান আলী, উপাধ্যক্ষ আসাফ উদ দৌলা, সংগঠনের সদস্য আলিম উদ্দিন শেখ, ইসমাইল হোসেন, কাউসার আলী, কামাল উদ্দিন প্রমুখ।
গত মঙ্গলবার দুপুরে মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোরাদ হোসেন মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে জমি সংক্রান্ত একটি মামলার আইনজীবী অ্যাডভোকেট শাহীনুর রহমান লোকজন নিয়ে তাঁর ওপর হামলা চালান। এ ঘটনায় মোরাদ হোসেন বাদী হয়ে শাহীনুর রহমানকে প্রধান আসামি করে মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।