মাগুরা বাস কাউন্টার মালিক সমিতির ধর্মঘট

টার্মিনালে দালালদের দৌরাত্ম্য এবং অবৈধভাবে বাসে যাত্রী উঠানো-নামানোর প্রতিবাদে মাগুরা শহরের পারনান্দুয়ালী পৌর বাস টার্মিনালের কাউন্টার বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে পরিবহন কাউন্টার মালিক সমিতি।
আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘটের ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যেতে আগ্রহী যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।
পরিবহন কাউন্টার মালিক সমিতির আহ্বায়ক বজলুল আলম বিবেক বলেন, ‘আমরা মোটা টাকা খরচ করে পৌরসভার কাছ থেকে ঘর ভাড়া নিয়ে এই টার্মিনালে ব্যবসা করছি। পৌরসভার সব ধরনের ট্যাক্স ও ভ্যাট দিয়ে ব্যবসা করে আমাদের জীবন চলে।
কিন্তু সম্প্রতি সম্পূর্ণ অনৈতিকভাবে এক শ্রেণির দালালচক্র টার্মিনালের গেটে এবং শহরের বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে জোরপূর্বক যাত্রী তুলে দিচ্ছে বলে অভিযোগ করেন বিবেক। তিনি আরো বলেন, অনেক যাত্রীকে পথচলতি মাইক্রোবাস কিংবা প্রাইভেটকারে তুলে দিয়ে এই দালালরা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এতে একদিকে যেমন আমরা প্রায় ৩০টি কাউন্টারের শতাধিক শ্রমিক-মালিক ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, অন্যদিকে যাত্রীরাও অনেক সময় ডাকাত কিংবা ছিনতাইকারীদের হাতে পড়ে নিঃস্ব হচ্ছে।
এ সমস্যার সমাধানের জন্য বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো সুরাহা না পেয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাকা হয়েছে বলে জানান পরিবহন কাউন্টার মালিক সমিতির আহ্বায়ক।