মেহেরপুর পৌর নির্বাচন আবার স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ

মেহেরপুর পৌরসভার নির্বাচন আবারো স্থগিত করা হয়েছে। এর প্রতিবাদে এবং নির্বাচন বন্ধের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সভা করে মেহেরপুর জেলা যুবলীগ।
অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ সন্ধ্যার পর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মেহেরপুর পৌরসভা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে শহরের হোটেল বাজার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
এর আগে মেহেরপুর প্রেসক্লাব ও মেহেরপুর পৌরসভার মেয়র মোতাছিম বিল্লাহ মতুর বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করা হয়। মিছিলে অন্যদের মধ্যে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মালেক হোসেন মোহন, ইয়ানুস আলী, মাহাবুবুর রহমান ডালিমসহ জেলা যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন।
আজ সন্ধ্যায় নির্বাচন কমিশনের সহকারী সচিব মো. রাজীব আহসান স্বাক্ষরিত এক আদেশে মেহেরপুর পৌরসভা নির্বাচন স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। এ আদেশের পরিপ্রেক্ষিতে পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম গণবিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মেহেরপুর পৌরসভা নির্বাচন স্থগিত ঘোষণা করেন।
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের বামনপাড়া সীমানা নির্ধারণ মামলা জটিলতায় মেহেরপুর পৌরসভা ও আমদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বন্ধ থাকে। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি আদেশে নির্বাচন কমিশন আগামী ৩১ অক্টোবর মেহেরপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়। এজন্য ২৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন থেকে মেহেরপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আজ মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল।
বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত মেহেরপুর পৌরসভায় মেয়র পদে চারজন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, বিএনপির প্রার্থী পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিশান সাবের মনোনয়নপত্র দাখিল করেছেন। নিশান সাবের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন না। এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫৯ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।
এদিকে, একই সময়ের মধ্যে সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদে নির্বাচনের লক্ষ্যে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এঁদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বাক্কার, জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল মামুন।