মেহেরপুর পৌর নির্বাচনের দাবিতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ

মেহেরপুর পৌরসভার নির্বাচন তফসিল ঘোষণার করার পর আবারও স্থগিত করা হয়েছে। এর প্রতিবাদে এবং নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো বিভিন্ন স্থানে ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভ করা হয়।
শনিবার বিকেল ৫টার দিকে মেহেরপুর পৌরবাসীর ব্যানারে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানের নেতৃত্বে শহরের হোটেল বাজার থেকে নারীদের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি প্রথমে বর্তমান পৌর মেয়রের বাসভবনের মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে মেয়রের বিরুদ্ধে ঝাড়ু হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন নারীরা এবং পৌর মেয়রের বাসভবনের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন। সেখানে পুলিশের বাধায় পড়ে মিছিলটি পৌরসভার ভেতরে প্রবেশের চেষ্টা করে। সেখানেও পুলিশের বাধার মুখে পড়লে পৌরসভার সামনের সড়কে বসে অবস্থান নেন মিছিলে অংশগ্রহণকারীরা। সেখানে আধা ঘণ্টা অবস্থান করার পর আবারও মিছিল নিয়ে শহরের ভূমি অফিস মোড় প্রদক্ষিণ করে।
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের বামনপাড়া সীমানা নির্ধারণ মামলা জটিলতায় মেহেরপুর পৌরসভা ও আমদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বন্ধ থাকে। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি আদেশে নির্বাচন কমিশন আগামী ৩১ অক্টোবর মেহেরপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়। এ জন্য গত ২৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন থেকে মেহেরপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। ওই দিনই পৌর নির্বাচন স্থগিত করে গণবিজ্ঞপ্তি জারি করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম। এর প্রতিবাদে বৃহস্পতিবার থেকে শহরের বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে জেলা যুবলীগ।