কিশোরগঞ্জের পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে আজ রোববার সকালে অভিযোগপত্রগুলো দাখিল করা হয়।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন পাঁচজনের বিরুদ্ধে সাতটি অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ আমলে নেওয়া হবে কি হবে না সে বিষয়ে আদেশের জন্য আগামী ১৩ মে দিন ধার্য করেছেন আদালত।
বেঞ্চের অপর দুই সদস্য হলেন, বিচারপতি আনোয়ার উল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন প্রসিকিউটর অ্যাডভোকেট সুলতান মাহমুদ সীমন। আসামীদের পক্ষে অংশ নেন ব্যারিস্টার আতিকুর রহমান। আসামীরা হলেন গাজী মো. আব্দুল মান্নান, নাছির উদ্দিন আহমেদ, শামসুদ্দীন আহমেদ, হাফিজ উদ্দিন, আজহারুল ইসলাম। এদের মধ্যে শামসুদ্দীন আহমেদ গ্রেপ্তার রয়েছেন। বাকিরা পলাতক।
দখিলকৃত অভিযোগপত্র থেকে জানা যায়, মুক্তিযুদ্ধের সময় আসামীরা কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় আল-বদর বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছেন এবং হত্যা, লুণ্ঠন ও নির্যাতনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন।