দুই মামলায় রিজভীর জামিন
গাড়ি পোড়ানো, অগ্নি সংযোগ ও বিস্ফোরক আইনে করা দুটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মো. রেজা-উল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে তাঁকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়েছেন আদালত। আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।
রিজভীর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।
এ বিষয়ে জয়নুল আবেদিন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা রুহুল কবীর রিজভীর তিনটি মামলায় জামিন চেয়ে আবেদন করেছি। এর মধ্যে আদালত দুটিতে জামিন দিয়েছেন। অন্য একটি মামলার জামিন শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে।’
মামলার নথি থেকে জানা যায়, গত ২৪ জানুয়ারি গাড়ি পোড়ানো ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে।
এ ছাড়া গাড়ি পোড়ানো ও পুলিশেরে ওপর হামলার অভিযোগে ২৬ জানুয়ারি আরেকটি মামলা করে বাড্ডা থানা পুলিশ। এসব মামলায় জামিন চেয়ে আজ আদালতে আবেদন করলে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় ও বাড্ডা থানার মামলায় জামিন দেওয়া হয়েছে। যাত্রাবাড়ী থানার অন্য মামলাটি পরবর্তী শুনানির জন্য রাখা হয়েছে।
এদিকে, একই আদালত আজ বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার কায়সার কামালকেও এক মামলায় জামিন দিয়েছেন।
গত ৩১ জানুয়ারি গভীর রাতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।