এ দেশে কখনো জঙ্গিবাদ হবে না : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না, ফলে এ দেশে কখনো জঙ্গিবাদ হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আজ রোববার বিকেলে বাগেরহাটের ফকিরহাট মডেল থানার ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাংলাদেশে জঙ্গি ছিল। তবে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের মূলোৎপাটন করেছে। নতুন করে বেরিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম। তাদেরও আমরা ধরেছি, দমন করেছি। এখন আবার মাঝে মাঝে দু-একটি ঘটনা ঘটছে। আমরা সবগুলো ঘটনার ক্ষেত্রেই কিন্তু তাদের ধরছি।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমি সব সময়ই বলি, এ দেশের জনগণ জঙ্গিবাদ পছন্দ করে না। এ দেশের জনগণ জঙ্গিবাদকে উৎসাহ দেয় না। কাজেই এখানে জঙ্গিবাদ কখনো হবে না, মাথাচাড়া দেবে না-এটা আমি বিশ্বাস করি। আমি মনে করি, এ দেশের জনগণের সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হাতে সেটিকে দমন করবে।’
বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো. নিজামুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, খুলনা অঞ্চলের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনিরুজ্জামান, বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রতিমন্ত্রী এদিন দুপুরে হেলিকপ্টারে করে ফকিরহাট আসেন। পরে তিনি সেখানে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত মডেল থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রতিমন্ত্রী সেখান থেকে খুলনায় যান।