মন্ত্রী জানালেন, মোদি ঢাকা আসছেন ৬-৭ জুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছে জুন মাসের প্রথম সপ্তাহেই ঢাকা সফর করবেন। এর আগে কূটনৈতিক সূত্রগুলো অনানুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন, জুনের শুরুতে কয়েক দিনের সফরে ঢাকায় আসছেন মোদি। এই প্রথম একজন মন্ত্রী গণমাধ্যমকে বললেন, ‘আগামী ৬-৭ জুন নরেন্দ্র মোদি বাংলাদেশে আসছেন।’
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের কাঁচপুরে রাস্তার নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
সেতুমন্ত্রী বলেন, ‘ঢাকা সফরের আগেই তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন। সেখান থেকে ইতিবাচক আমরা যে আভাস পাচ্ছি, তাতে তিস্তার চুক্তি এখন মাত্র সময়ের অপেক্ষা।’
মোদির ঢাকা সফর আয়োজনের ব্যাপারে কয়েক মাস আগেই দিল্লির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিস্তা চুক্তির জট না খোলা এবং স্থলসীমান্ত চুক্তির বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল ঝুলে থাকায় সফর অনিশ্চিত হয়ে যায়। সীমান্ত বিল পাস হওয়ায় এখন মোদির সফর চূড়ান্ত হলো।
ঢাকায় ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন গত মঙ্গলবার বিকেলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেন। প্রায় দেড় ঘণ্টার আলোচনায় মোদির ঢাকা সফরের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, নরেন্দ্র মোদির সফরের সময় দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। এর মধ্যে রয়েছে উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি, অভ্যন্তরীণ নৌ প্রটোকল নবায়ন, দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নবায়ন, সামুদ্রিক অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ)। এ ছাড়া বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ভারতকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্দিষ্ট করে দেওয়ার বিষয়ে আলোচনা হবে। নতুন একটি ঋণচুক্তি সইয়ের কথাও রয়েছে।