মাগুরা জেলা ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

মাগুরায় খবির আহম্মেদ স্মৃতি শিশু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাগুরা জেলা ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে।
খেলায় মাগুরা জেলা ফুটবল একাদশ ৪-৩ গোলে রুদ্র-ধ্রুব স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে।
সামাজিক সংগঠন আলোক বিন্দুর আয়োজনে শুক্রবার বিকেলে মাগুরা নোমানী ময়দানে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জেলা ফুটবল একাডেমির পক্ষে সোহাগ ৩টি ও রাকিব ১টি গোল করে।
অন্যদিকে রুদ্র -ধ্রুব স্পোর্টিং ক্লাবের পক্ষে রহমান, জিহাদ ও সাব্বির একটি করে গোল করে। টুর্নামেন্টে সোহাগ সেরা গোলদাতা এবং সাব্বির শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছে।
খেলায় প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন মাগুরার পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দ নাজমুল হাসান লোভন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাই একমাত্র অবলম্বন বলে সবাইকে খেলাধূলার প্রতি আহ্বান জানান।