মাগুরা প্রেসক্লাবে এক যুগ পর নির্বাচন, সবাই জয়ী

দীর্ঘ এক যুগ পর মাগুরা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন (২০১৭-১৮সাল) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোনো পদেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আজ শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার মাগুরা জেলা তথ্য কর্মকর্তা মো. রেজাউল করিম।
নির্বাচনে শরীফ আমিরুল হাসান বুলু (বাংলাভিশন) সভাপতি ও শামীম আহম্মেদ খান (চ্যানেল আই) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সহসভাপতি পদে আবুল খায়ের আবলু (কালের কণ্ঠ), সহসাধারণ সম্পাদক খান শরাফত হোসেন (খেদমত), কোষাধ্যক্ষ অলোক বোস (সমকাল), দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক (এনটিভি), সাংস্কৃতিক ও গ্রন্থাগার সম্পাদক সঞ্জয় রায় চৌধুরী (জনকণ্ঠ) ও ক্রীড়া সম্পাদক পদে ওয়ালিয়র রহমান (সংগ্রাম) নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে মিহির লাল কুরি (ইনডিপেনডেন্ট টিভি), মো. সাইদুর রহমান (ইনকিলাব), নাজিমুল ইসলাম সিদ্দিকী আরজু (বিটিভি), তারিকুল আনোয়ার তরুণ (গ্রামীণ বাংলা), অমিত মিত্র (অর্থনীতির কাগজ), এম এ হাকিম (খবরপত্র) ও লিটন কুমার ঘোষ (ফিন্যানশিয়াল এক্সপ্রেস) নির্বাচিত হয়েছেন।
গত ১ অক্টোবর মাগুরা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ১৩ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও ২২ অক্টোবর ভোট গ্রহণের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু সব পদেই কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনার চূড়ান্ত নির্বাচিত তালিকা প্রকাশ করেন। ফলে ২০০৪ সালের পর থেকে চলে আসা মাগুরা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির বিলুপ্ত হলো।
জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে মাগুরা প্রেসক্লাবের এ নির্বাচন ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে বলে নবনির্বাচিত কর্মকর্তারা প্রত্যয় ব্যক্ত করেন।