রূপগঞ্জে ট্রাকে পেট্রলবোমা হামলা, দগ্ধ ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেন্দুয়া এলাকায় চালবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়েছেন চালক বাদশা মিয়া ও তাঁর সহকারী হেলাল।
আজ শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, ট্রাকটি উত্তরবঙ্গ থেকে চাল নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। ভোরে রূপগঞ্জের কেন্দুয়া এলাকায় চাঁন টেক্সটাইলের পাশে চালককে লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছোড়ে। সঙ্গে সঙ্গে ট্রাকের সামনের অংশে আগুন লেগে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মুহিদ উদ্দিন বলেন, ট্রাকের আগুন পেট্রলবোমা হামলার কারণে কি না, তা তাঁরা নিশ্চিত হতে পারেননি। তবে বিষয়টি খতিয়ে দেখছেন।