মেহেরপুরে পল্লী বিদ্যুতের মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের কর্মবিরতি

চাকরি স্থায়ীকরণসহ ছয় দফা দাবিতে আজ বুধবার মেহেরপুর পল্লী বিদ্যুৎ অফিসের মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা কর্মবিরতি চলাকালে মানববন্ধন করেন। ছবি : এনটিভি
চাকরি স্থায়ীকরণসহ ছয় দফা দাবিতে দুদিনের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে মেহেরপুর পল্লী বিদ্যুৎ অফিসের মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা।
আজ বুধবার সকাল ৯টার দিকে খুলনা বিভাগীয় মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের সম্পাদক আক্তারুজ্জামানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করেন সমিতির সদস্যরা। এ সময় কার্যালয়ের সামনে বিশাল মানববন্ধন করা হয়। মেহেরপুর জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদার আলীসহ অন্য সদস্যরা এতে অংশ নেন।
সাইদার আলী বলেন, ঘোষিত কর্মসূচির সময়ের মধ্যে তাদের দাবি না মানলে লাগাতার কর্মসূচির ডাক দেবেন তাঁরা।
চার থেকে পাঁচ হাজার মিটার রিডিং ও বিল বিতরণ বন্ধ, ছাঁটাই বন্ধকরণ, নিয়োগ প্রক্রিয়া চালু, চাকরি নিয়মিতকরণ, অসহায় পরিবারের খোঁজ-খবর নেওয়া, চুক্তি থেকে মুক্তি এই ছয় দফা দাবিতে মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা কর্মবিরতি কর্মসূচি পালন করছেন।