জলঢাকায় ছাত্রীকে উত্ত্যক্ত, যুবকের ৩ মাসের কারাদণ্ড
নীলফামারীর জলঢাকা উপজেলায় স্কুলে যাওয়া-আসার পথে ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে শাকিল (২৭) নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রাশেদুল হক এ দণ্ডাদেশ দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল শাকিল। গতকাল মঙ্গলবার বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় জলঢাকার বালাগ্রাম ইউনিয়নের মন্থেরডাঙ্গা নামক স্থানে তাকে লক্ষ্য করে শাকিল কটূক্তি করে। এ সময় সে দ্রুত বাড়ি চলে গেলে শাকিলও তাদের বাড়ির ভেতর ঢুকে তাঁকে গালিগালাজ করে। আজ সকালে ওই ছাত্রী থানায় এসে অভিযোগ করলে পুলিশ শাকিলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন।