ফতুল্লা থেকে ককটেল ও পেট্রল উদ্ধার
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৩টি ককটেল ও দুই লিটার পেট্রল উদ্ধার করেছেন র্যাব-১১-এর সদস্যরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ অভিযানে কেউ আটক হয়নি।
র্যাব-১১-এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদ আনোয়ারের নেতৃত্বে র্যাবের একদল সদস্য পাগলা নন্দলালপুর এলাকায় জসিম মিয়ার বাড়িতে অভিযান চালান। এ সময় তাঁরা ওই বাড়ি থেকে এসব ককটেল ও পেট্রল উদ্ধার করেন।