লক্ষ্মীপুরে আ.লীগ নেতা ও ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম
লক্ষ্মীপুরে আওয়ামী লীগের এক নেতা ও ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে এসব ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন (৪০) ও লক্ষ্মীপুর পৌর এলাকার ছাত্রলীগকর্মী মো. রাসেল (১৬)। আহত ব্যক্তিদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মতিরহাট মাছঘাট এলাকায় দুর্বৃত্তরা আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনকে কুপিয়ে জখম করে। পরে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন নবী সোহেল বলেন, রাত ৯টার দিকে লক্ষ্মীপুর শহরের আলিয়া মাদ্রাসা এলাকায় চাপাতি দিয়ে ছাত্রলীগকর্মী রাসেলের হাতে ও মাথায় কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে শিবিরকর্মীরা রাসেলকে কুপিয়ে জখম করে বলে অভিযোগ করেন তিনি। এ ব্যাপারে ইসলামী ছাত্রশিবিরের কারো বক্তব্য পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, এসব ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।