সালাহ উদ্দিনকে কাল আটক করে শিলং পুলিশ
বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে গতকাল সোমবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে আটক করে স্থানীয় পুলিশ।
পুলিশের বরাত দিয়ে মেঘালয়ের সংবাদ মাধ্যম শিলং টাইমস জানায়, ‘বাংলাদেশি নাগরিক সালাহ উদ্দিন আহমেদকে (৫৪) শিলংয়ের গলফ লিংক থেকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
‘বাংলাদেশি ম্যান হেল্ড (বাংলাদেশি মানুষ আটক)’ শিরোনামে ছোট্ট একটি সংবাদ আজ মঙ্গলবার পত্রিকাটির তৃতীয় পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে।
এর আগে আজ দুপুর পৌনে ১২টার দিকে সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ জানান, ভারতের কোনো একটি স্থান থেকে তাঁকে ফোন করেছেন সালাহ উদ্দিন আহমেদ।
পরে এ ব্যাপারে কথা বলতে দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের বাসভবনে দেখা করেন হাসিনা আহমেদ। সেখানে প্রায় এক ঘণ্টা বৈঠকের পর দুপুর দেড়টার কিছু পরে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আজ বেলা পৌনে ৩টার দিকে সাংবাদিকদের হাসিনা আহমেদ বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে, দেশবাসী সকলের দোয়ায়, আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আমার স্বামী বেঁচে আছেন। উনার সাথে আমার কথা হয়েছে ঘণ্টা দুয়েক আগে। ইন্ডিয়ার মেঘালয়ের একটি মানসিক হাসপাতালে, মেন্টাল হসপিটালে উনি আছেন। আমরা দ্রুত উনার ওখানে পৌঁছানোর ব্যবস্থা নিচ্ছি।’
হাসিনা আহমেদ জানান, হাসপাতালের নাম মিমহানস মেন্টাল হসপিটাল। তবে সালাহ উদ্দিন কীভাবে সেখানে গেছেন, সে বিষয়ে কোনো কথা হয়নি বলে জানান তিনি।
কেন উনি হাসপাতালে আছেন—সে সম্পর্কে সালাহ উদ্দিন আহমেদ কিছু বলেছেন কি না জানতে চাইলে হাসিনা আহমেদ বলেন, ‘আমাকে হাসপাতাল কর্তৃপক্ষ ফোন করেছিল। ওখান থেকে ফোন করে বলা হয়েছে যে আপনার হাজব্যান্ড সালাহ উদ্দিন সাহেব আপনার সঙ্গে কথা বলতে চাইছেন একটু। এর পরে উনার সাথে আমাকে কথা বলায়ে দিয়েছে। উনি বলেছেন, আমি বেঁচে আছি, তোমাদের সবার দোয়ায়। ইনশাআল্লাহ আমি ভালো আছি। মোটামুটি সুস্থ আছি। তুমি সবাইকে জানিয়ে দাও।’