মাগুরায় প্রেসক্লাবের নতুন কমিটিকে সংবর্ধনা

মাগুরা প্রেসক্লাব কমিটির নবনির্বাচিত নেতাদের সংবর্ধনা দেওয়া হয়। ছবি : এনটিভি
মাগুরায় প্রেসক্লাব দোকান মালিক সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত প্রেসক্লাব কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি শরীফ আমিরুল হাসান বুলু, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ খান, মার্কেট সেক্রেটারি ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
এ সময় মার্কেট কমিটির পক্ষ থেকে ক্রেস্ট ও ওয়াল পেপার দিয়ে নবনির্বাচিতদের সংবর্ধনা দেওয়া হয়।