সারা দেশে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে আজ আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে । এ বছর দিবসটির প্রতিপাদ্য- ‘নার্স, ব্যয় সাশ্রয়ী কার্যকর সেবা প্রদানের ক্ষেত্রে পরিবর্তনের এক সহায়ক শক্তি।’
১৯৭৪ সাল থেকে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) বাংলাদেশে দিবসটি পালন করে আসছে। এর আগে ঢাকায় স্বল্প পরিসরে দিবসটি পালিত হলেও বর্তমানে সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও বিভিন্ন ইনস্টিটিউশন দিবসটি উদযাপন করছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা নার্সিং কলেজের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সার্বিক সহযোগিতার দিবসটি পালনের উদ্যোগ গ্রহণ করেছে। আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারই জন্মদিন ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন জেলায় কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার, নার্স অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
চুয়াডাঙ্গা : দিবসটি উপলক্ষে সকাল ৯টায় নার্সদের অংশ গ্রহণে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নার্সিং ই্নস্টিটিউটে এসে শেষ হয়। এরপর সকাল ১১টায় নার্সিং ইনস্টিটিউটের প্রধান আলোমতি বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলার সিভিল সার্জন আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, নার্সিং সুপারভাইজার রেবা বিশ্বাস ও প্রীতি বিশ্বাস।
গোপালগঞ্জ : গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও চক্ষু হাসপাতালের আয়োজনে নার্স দিবস উপলক্ষে নার্সেস কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে সিভিল সার্জন এস এম সিরাজুল ইসলাম, জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক নিয়াজ আহম্মেদসহ নার্সরা অংশগ্রহণ করেন। পরে জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর : আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় পিরোজপুর সদর হাসপাতালের সামনে থেকে একটি র্যালি বের হয়ে আবার হাসপাতালের সামনে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেন পিরোজপুরের সিভিল সার্জন মো. ফখরুল আলম, পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইদ্রিস আলী প্রমুখ।
বিভিন্ন জেলা থেকে খবর পাঠিয়েছেন- মাহবুব হোসেন সারমাত- গোপালগঞ্জ, রফিকুল ইসলাম- চুয়াডাঙ্গা, রশিদ আল মুনান- পিরোজপুর