মেহেরপুরে নিরাপদ সড়ক চাই দিবস পালিত

‘দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে’ এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস। আজ শনিবার বেলা ১১টায় মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে মানববন্ধনের আয়োজন করে সংগঠনটির জেলা শাখা।
নিরাপদ সড়ক চাই মেহেরপুর জেলা শাখার সভাপতি ডা. এম এ বাশারের নেতৃত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, মেহেরপুর ‘নিরাপদ সড়ক চাই’র সাধারণ সম্পাদক তুহিন অরণ্য, যুগ্ম সম্পাদক ইয়াদুল মোমিন, সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীর সেন্টু, সরকারি মহিলা কলেজের প্রভাষক মুন্সি এ এইচ এম রাশিদুল হক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন আহামেদ, অক্সফোর্ড কিন্ডারগার্টেনের পরিচালক জানে আলম, জাগো মেহেরপুরের মুখপাত্র শোয়েব রহমান, শিক্ষার্থী উম্মে সামিয়া প্রমুখ।
মানববন্ধন শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।