মেহেরপুরে মিটার রিডারদের কর্মবিরতি

ছয় দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন মিটার রিডার ও মেসেঞ্জাররা। ছবি : এনটিভি
চাকরি স্থায়ীকরণসহ ছয় দফা দাবিতে লাগাতার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের মিটার রিডার ও মেসেঞ্জাররা।
আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে খুলনা বিভাগীয় মিটার রিডার ও মেসেঞ্জার ঐক্য পরিষদের সম্পাদক আক্তারুজ্জামানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করেন সমিতির সদস্যরা।
এ সময় মেহেরপুর জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদার আলী ও অন্য সদস্যরা কাজ রেখে অফিস চত্বরে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা অভিযোগ করে বলেন, ছাঁটাই বন্ধ, নিয়োগ প্রক্রিয়া চালু ও চাকরি নিয়মিত করাসহ ছয় দফা দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করছেন। তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি ও ধর্মঘট চলবে বলে তাঁরা জানান।
মিটার রিডার ও মেসেঞ্জার পদে চুক্তিভিত্তিক মেহেরপুর পল্লী বিদ্যুৎ অফিসের ১৯৬ জন কর্মরত রয়েছেন।