সিরাজগঞ্জে লাঠির আঘাতে নারীর মৃত্যু
সিরাজগঞ্জের সলঙ্গা থানায় গাছ থেকে ডাবপাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ বুধবার সকালে দেওভোগ দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা খাতুন (৫২) এ গ্রামের আবু তাহের সরকারের স্ত্রী।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এলাকাবাসীর বরাত দিয়ে জানান, সকালে বাড়ির কাছে একটি গাছের ডাবপাড়াকে কেন্দ্র করে আনোয়ারা খাতুনের সঙ্গে পাশের আবুল বাশারের ছেলে আবুল ফায়েজের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ফায়েজ লাঠি দিয়ে আনোয়ারাকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান।
পরে এলাকাবাসী আনোয়ারাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।