সিরাজগঞ্জে মানবপাচারকারী দলের এক সদস্য আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/13/photo-1431516562.jpg)
সিরাজগঞ্জের বেলকুচিতে পুলিশের হাতে গ্রেপ্তার মানবপাচারকারী দলের সদস্য কালু গাজী। ছবি : এনটিভি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর বাজার থেকে আজ বুধবার সকালে মানবপাচারকারী দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া কালু গাজী (৩০) দৌলতপুর গ্রামের বাসিন্দা।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘মানবপাচারকারীদের ব্যাপারে আমরা বেশ জোরালো ভূমিকা নিচ্ছি। এই এলাকা থেকে যথেষ্ট মানুষ পাচার হয়েছে। ট্রলারে করে মালয়েশিয়ার উদ্দেশে গেছে। আমরা এ ব্যাপারে এরই মধ্যে তিনটা মামলা করেছি এবং মানবপাচারকারী চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’
এ বিষয়ে পাচারকারী দলের সদস্য কালু গাজী বলেন, ‘স্যার মালয়েশিয়া ছিলাম ১৪ বছর। মালয়েশিয়া থেইকা বাড়িতে আইছি। ছয় মাস আগে ওদুদ তিনটা লোক দিছিল আমারে। তখন আমি চিটাগাংয়ের কালামের কাছে দিছিলাম স্যার।’
এ সময় কালু গাজীর বিরুদ্ধে মানবপাচারের একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি আনিসুর রহমান।