মেহেরপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ

মেহেরপুর জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণে আজ বৃহস্পতিবার কর্মশালা শুরু হয়েছে। ছবি: এনটিভি
মেহেরপুর জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সহযোগিতায় সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
এতে সভাপতিত্ব করেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ ফরিদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাভিশনের সিনিয়র বার্তা সম্পাদক আবু রুশদ মো. রুহুল আমিন।
প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশ নেন।