এনটিভির চেয়ারম্যানের মুক্তির দাবিতে মাগুরায় মানববন্ধন

এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন মাগুরার সংবাদকর্মীরা।
আজ শনিবার বেলা ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে আইনজীবী, শিক্ষক, কবি, সাহিত্যিক, শিল্পী, ছাত্র, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।
এনটিভির মাগুরার স্টাফ করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সদস্য সচিব শরীফ আমিরুল হাসান বুলু, সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান, আরজু সিদ্দিকী, খান শরাফত হোসেন, তরিকুল আনোয়ার তরুণ প্রমুখ।
বক্তারা এনটিভির চেয়ারম্যানের বিরুদ্ধে করা মামলাটিকে মিথ্যা আখ্যা দিয়ে অবিলন্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে সরকারের প্রতি আহ্বান জানান।