নাটোরে অপহৃত যুবক উদ্ধার, আটক ৮
মুক্তিপণের দাবিতে নাটোর শহর থেকে অপহৃত পানির লাইন মেরামতকর্মীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় আট যুবককে আটক করা হয়েছে।
আজ বুধবার সকালে র্যাব-৫ নাটোর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটক যুবকরা হলেন নাটোর সদরের মল্লিকহাটি এলাকার আমিনুর ইসলাম, ইমরান আলী লিখন ও সজল দাস; সদরের ডোমপাড়া মাঠ এলাকার আরিফ শেখ, কালুর মোড় এলাকার অন্তর বেপারী, উত্তর চৌকিরপাড় এলাকার জনি বেপারী, নলডাঙ্গা থানার বাশিলা এলাকার শওকত আলম শান্ত, নলডাঙ্গা ঠাকুর লক্ষ্মীপুর এলাকার আবু বকর পাটোয়ারী।
নাটোর র্যাবের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গতকাল মঙ্গলবার দুপুরে নাটোর শহরের হর্টিকালচার এলাকা থেকে পানি সরবরাহ লাইনের কর্মী শরিফ প্রামাণিককে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তাঁকে বঙ্গজ্জল এলাকায় ইউসিসিএর বাগানবাড়িতে আটকে রেখে পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি তাঁর পরিবার র্যাবকে জানালে র্যাব সদস্যরা গতকাল রাতে বাগানবাড়িতে অভিযান চালিয়ে শরিফকে উদ্ধার করেন।
পুলিশ সুপার আরো জানান, এ ঘটনায় আটজনকে আটক করা হয়। এ সময় সেখান থেকে দেশি অস্ত্রসহ নানা ধরনের মাদকসামগ্রী জব্দ করে র্যাব।