গাংনীতে স্কুলছাত্রীর নগ্ন ছবি ইন্টারনেটে, যুবক গ্রেপ্তার
মেহেরপুরের গাংনী উপজেলায় স্কুলছাত্রীর নগ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবকের নাম শামীম রেজা (২৬)।
আজ বৃহস্পতিবার ভোরে গাংনী থানার উপপরিদর্শক (এসআই) শংকর কুমার ঘোষ উপজেলার কাথুলী গ্রাম থেকে শামীমকে গ্রেপ্তার করেন।
মেয়েটির বাবা বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে গাংনী থানায় চারজনকে আসামি করে মামলা করেছেন। মামলার অপর তিন আসামি পলাতক। গ্রেপ্তার হওয়া শামীমের বাড়ি কাথুলী গ্রামে। মামলার অপর আসামি হলেন সজীব (২২), আহমেদ আলী (২৩) ও মিজান আলী (২৫)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শংকর কুমার ঘোষ জানান, সম্প্রতি ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে ওই চার যুবক জোর করে বাঁশ বাগানে নিয়ে যায়। সেখানে তারা মোবাইল ফোনে ছাত্রীর নগ্ন ভিডিও ধারণ করেন এবং তা ইন্টারনেটসহ বিভিন্ন কম্পিটারে ছড়িয়ে দেয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আসামি শামীম কাথুলী বাজারে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান রয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, চার আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিত ছাত্রীর পরিবারসহ স্থানীয়রা।