নাটোরে বাসে ডাকাতি, আটক ৩
নাটোরে যাত্রীবাহী নৈশকোচে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে ডাকাতরা যাত্রীদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গত রাত পৌনে ১২টার দিকে হানিফ পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত বাসটি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হয়। ভোররাত ৪টার দিকে বাসটি নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকায় পৌঁছালে যাত্রীবেশী ছয় ডাকাত অস্ত্রের মুখে চালককে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নেয়। এর পর অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে নাটোর সদর উপজেলার গাজীর বিল এলাকায় একটি মাইক্রোবাসে চড়ে পালিয়ে যায়।
পরে যাত্রীরা পুলিশের কাছে অভিযোগ করলে বাসচালকসহ তিন কর্মচারীকে আটক করে পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাসে ডাকাতির বিষয়টি জানিয়েছেন।