ক্ষেতলালে ট্রাক্টরের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/11/05/photo-1478284806.jpg)
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী ব্রিজ এলাকায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
শুক্রবার রাতে রাত ৮টার দিকে জয়পুরহাট-ক্ষেতলাল সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দুজন হলেন হাইবত আলী ও তাঁর স্ত্রী জেসমিন আরা।
হাইবত আলীর বাড়ি ক্ষেতলাল উপজেলার দাশড়া-ফকিরপাড়া গ্রামে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির হোসেন জানান, হাইবত আলী তাঁর স্ত্রী জেসমিন আরাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে একই উপজেলার মাঝিরাস্থল গ্রামের শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। বটতলী ব্রিজ এলাকায় তাদের মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জেসমিনের মৃত্যু হয়। গুরুতর হাইবত আলীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
দুঘর্টনার পর চালক ট্রাক্টরটি সড়কের ওপর ফেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ