সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান চিকিৎসকদের
সারা দেশে অবরোধ-হরতালে সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জের চিকিৎসকরা। পেট্রলবোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) এক মানববন্ধনে তাঁরা এ আহ্বান জানান।
আজ শনিবার সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে ওই মানববন্ধন করা হয়। এতে চিকিৎসক জহুরল হক রাজার সভাপতিত্বে বক্তব্য দেন আবদুর রাজ্জাক আলম, আকরামুজ্জামান, তামান্না, জেলা আওয়ামী লীগের আবু মোহাম্মাদ গোলাম কিবরিয়া, ছাত্রনেতা জাকির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দেশে যে হারে পেট্রলবোমা হামলার ঘটনা বেড়ে চলেছে, তাতে আমাদের পরিবার ও দেশের মানুষ আজ ভীতসন্ত্রস্ত। এ নৈরাজ্যকে আর মেনে নেওয়া যায় না। তাই দল-মত-নির্বিশেষে সবাইকে এ সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মানববন্ধনে জেলার চিকিৎসক ছাড়াও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।