শিশু গণধর্ষণের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/17/photo-1431868452.jpg)
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
আজ রোববার দুপুর ১২টায় করিমগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা সংহতি জানান।
দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন করিমগঞ্জ উপজেলা মহিলা পরিষদের সভানেত্রী শাহিদা খানম, মুক্তিযোদ্ধা মো. ইকবাল, করিমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান দিলুয়ারা বেগম, নারীনেত্রী হাসিনা হায়দার চামেলি, আতিয়ার হোসেন, জাহানারা ইসলাম, নাজনীন সুলতানা, শিক্ষক নেতা মতিউর রহমান ও কবি সালেহ আহমেদ।
গত ১১ মে রাতে করিমগঞ্জ হাসপাতাল থেকে অসুস্থ মাকে দেখে স্বজনদের সাথে বাড়ি যাওয়ার পথে গণধর্ষণের শিকার হয় শিশুটি। দুর্বৃত্তরা স্বজনদের মারপিট করে শিশুটিকে ছিনিয়ে নিয়ে যায়। পরে একটি সড়ক থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। সে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় পরদিন শিশুটির বাবা বাদী হয়ে চার আসামির নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো চার-পাঁচজনকে আসামি করে করিমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
পুলিশ এজাহারে উল্লেখিত নামের বাইরে সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করলেও মূল হোতাদের গ্রেপ্তার করতে পারেনি বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান।