সিলেটে ব্লগার অনন্ত বিজয় হত্যার প্রতিবাদে বিক্ষোভ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/17/photo-1431884484.jpg)
ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যার প্রতিবাদে সিলেটে প্রতিদিনই বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এসব কর্মসূচি থেকে দাবি জানানো হচ্ছে, অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের; কিন্তু পুলিশ এখন পর্যন্ত কাউকে শনাক্তই করতে পারেনি।
আজ রোববার সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে বিচারহীনতা ও বিশ্বাস ঘাতকতার সংস্কৃতির কারণেই একের পর এক মুক্তমনের মানুষকে অকালে প্রাণ দিতে হচ্ছে।
আজ বিকেল সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অনুপ কুমার দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তর পরিচালনায় বক্তব্য দেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ভবতোষ রায় বর্মণ, বিশিষ্ট আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সভাপতি সৈয়দ মনির হেলাল, সাবেক সাধারণ সম্পাদক শামসুল বাসিত শেরো, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিশফাক আহমদ চৌধুরী মিশুসহ অনেকে।
প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে মহানগরীর কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
অন্যদিকে অনন্ত বিজয় দাশ হত্যার প্রতিবাদে ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিকেল সাড়ে ৫টায় মহানগরীর কোর্ট পয়েন্টে প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।