টাঙ্গাইলে ট্রাকচাপায় বিক্রয় ডটকমের দুই কর্মী নিহত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকায় আজ ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেলটি। ছবি : এনটিভি
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন-আব্দুস সালাম (২৩) ও আরিফ শিকদার (২৫)। এঁরা দুজনেই বিক্রয় ডটকমের কর্মী ছিলেন।
গাড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, মির্জাপুরের দেওহাটা এলাকায় ঢাকাগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে করে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে। পরে তাঁদেরকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, নিহত দুজনের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ক্ষুদিরামপুর এলাকায়। এঁরা দুজনেই বিক্রয় ডটকমে চাকরি করতেন।