গার্মেন্টসে নিয়মিত গ্যাস দিতে হবে : বাণিজ্যমন্ত্রী
গার্মেন্টস ব্যবসায়ীরা যদি (কারখানায়) নিয়মিত গ্যাস না পান, তাহলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। ব্যবসা বন্ধ হলে আমরা টার্গেটে পৌঁছাতে পারব না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ শনিবার সন্ধ্যায় বিজিএমইএ-বিইউএফটি আয়োজিত সাংবাদিক ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘আগামী বছর তৈরি পোশাকশিল্পে রপ্তানি লক্ষ্যমাত্রা ৩০ বিলিয়ন মার্কিন ডলার। আমাদের দেশের ব্যবসায়ীদের দক্ষতার কারণে বাংলাদেশ তৈরি পোশাকশিল্পে এখন সারা বিশ্বে রোল মডেল। সবাই এখন আমাদের গার্মেন্টসের ইতিহাস জানতে চায়।’
অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘২০২১ সালের মধ্যে প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী ৫০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তা আমরা একাই পোশাক খাত থেকে দিতে পারব। সে জন্য সরকারের কাছে আমরা নীতিগত সহায়তা চাই। তবে তিনদিন ধরে পোশাক কারখানায় গ্যাস দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে এখানের সংশ্লিষ্ট কারো সঙ্গে কথা বলা হয়নি। বন্দরে কয়েকদিন আগে সাতদিন শিপমেন্ট বন্ধ ছিল। এভাবে চলতে থাকলে ক্ষতি আমাদেরই হচ্ছে।’
সিদ্দিকুর রহমান আরো বলেন, ‘সরকার অযৌক্তিকভাবে করপোরেট ট্যাক্স ১০ ভাগ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করেছে। এই ট্যাক্স কমিয়ে আনতে হবে। বিভিন্ন রকমের হয়রানি চলছে এটা বন্ধ করতে হবে। যদি আমাদের সহযোগিতা না করেন বলে দেন, আমরা পাঁচ থেকে ছয় মাসের মধ্যে কারখানা বন্ধ করে দেব। অহেতুক বাধা সৃষ্টি না করে আমাদের এগিয়ে নিয়ে যেতে দিন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বিজিএমইএ ইউনির্ভাসিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোজাফফর সিদ্দিকী।
অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, সফিউল ইসলাম মহিউদ্দিন, বর্তমান কমিটির ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান, এস এম মান্নান কচি, মোহাম্মদ নাসির, মাহমুদ হাসান খান বাবু, সাংবাদিক ফেলোশিপ মেন্টর শ্যামল দত্ত, মনজুরুল আহসান বুলবুল প্রমুখ।
বিজিএমইএ-বিইউএফটি ২০১৫ সালের সাংবাদিক ফেলোশিপ পেয়েছেন অনলাইন রেডিও ক্যাটাগরিতে ভয়েস অব আমেরিকার প্রতিবেদক নাসরিন হুদা বিথি, ইংরেজি পত্রিকা ঢাকা ট্রিবিউনের ইসমাইল হোসেন অভি, বাংলা পত্রিকা থেকে ইত্তেফাকের রিয়াদ হোসেন, যুগান্তরের মিজানুর রহমান এবং টিভি ক্যাটাগরি থেকে এটিএন বাংলার শরিফুল আলম এবং ইটিভির মেহেদী হাসান আকবর। প্রত্যেকে এক লাখ করে টাকা এবং বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন।