গোমস্তাপুরে অস্ত্র, গুলিসহ একজন গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/07/photo-1423315325.jpg)
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার এলাকা থেকে আজ শনিবার বিকেলে অস্ত্র, গুলিসহ শরিফুল ইসলাম (২৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, বিকেল সোয়া ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল রহনপুর বাজারের পাশে অভিযান চালায়। তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, একটি গুলিসহ অস্ত্র ব্যবসায়ী শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
শরিফুলের ইসলামের বাড়ি ভোলাহাট উপজেলার লাম্বাটোলা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে র্যাব দাবি করেছে।