জনগণের প্রতি বিএনপির আস্থা নেই : কাদের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/11/16/photo-1479318377.jpg)
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশের জনগণের প্রতি বিএনপির আস্থা নেই। তাই তারা ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশের দিকে তাকিয়ে থাকে।
আজ বুধবার বিকেলে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের মধ্যে যারা দ্বন্দ্ব সৃষ্টি করবে তাদের দলে থাকার কোনো অধিকার নেই। কোনো জনপ্রতিনিধি বিরুদ্ধে কোনো ধরনের অপকর্মের অভিযোগ পাওয়া গেলে আগামী নির্বাচনে মনোনয়ন পাওয়া তাদের পক্ষে কঠিন হয়ে পড়বে।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী।